ঢাকারবিবার , ৭ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পরিবারের ওপরে রাগ করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

শিবলী সরকার, রাজশাহী ব্যুরোঃ-
মার্চ ৭, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজ পরিবারের ওপরে রাগ করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন। রাজশাহীর উপকন্ঠ কাটাখালী হরিয়ান। এলাকার মাঝামাঝি স্থান হইতে রেললাইনে ট্রেনে কাটা পড়া বিছিন্ন অবস্থায় আত্মহত্যা করেছেন। জেলা যুবলীগ নেতা সম্রাট শাহাজাহান। তিনি শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটনায় বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়।

ট্রেনে কাটা নিহত ব্যক্তির নাম সম্রাট শাহাজাহান (২৭)। কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া এলাকায় সম্রাট শাহাজাহানের বাড়ি। তার পিতার নাম আবদুল আলিম। এবিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন পাবনা-ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলো ওইসময়ে সম্রাট শাহাজাহান দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে রেললাইনের ওপরে শুয়ে পড়েন। এরপর কাটা পড়ে যুবকের মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সম্রাট মারা গেছে। পুলিশ খবর পেয়ে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সাথে সাথে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। একারণে মামলাটির বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।