মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে অবশেষে। রায়ে নয় জনের ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার দুপুরে ১২টা সময় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড আসামিরা হলোঃ
১! মুনসুর,২!হিমেল,৩!চাঁদ,৪!মহাসীন,৫!সাইরুল,৬!রজব,৭!বিপ্লব,৮!মমিন,৯!আরিফুল।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলোঃ
মাহাবুল,সাত্তার,সাজ্জাদ,লংলাল, হাসান,মাসুম,রাসেল,রাজা, মুর্তুজ,সুমন,আসাদুল,আখতারুল,জইদুল,ফরমান,জয়লান,রাজু আকবর,সম্রাট,লাল মোহাম্মদ,টিয়া আলম,আজাদ,মাসুদ।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, শাহীন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
নিহত শাহিনশাহ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ও সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান এর ভাই । ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। শাহেন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পর দিন নগরীর রাজপাড়া থানায় মামলা করেন।
এ মামলায় সিটি কর্পোরেশন তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।