রাজশাহীর চক-মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। আজ সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে চারঘাট থানাধিন চক-মুক্তারপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায় চারঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম , এসআই বজলুর রহমান, এএসআই আশরাফুল, এএসআই রাজু আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স সঙ্গীয় ফোর্স। এ সময় আমবাগানের ভেতর থেকে উপরোক্ত ফেনসিডিল জব্দ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একধিক স্থানীয়রা জানায়, জব্দকৃত ফেনসিডিল গুলি চক-মুক্তারপুর গ্রামের রবি নামের এক মাদক কারবারীর। রবি ওই এলাকার মাদকের গড ফাদার ও একাধিক মাদক মামলার আসামী বলেও জানায় স্থানীয়রা।
চাঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে চক-মুক্তারপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে কোন আসামী পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সরেজমিনে তদন্ত করা হবে। জব্দকৃত ফেনসিডিলের সাথে কারো সম্পৃক্ততা পাওয়া গেছে মামলা দেয়া হবে বলেও জানান ওসি।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh