রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বারোটার দিকে স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ , মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ মোঃ শাহআলম, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক -শিক্ষিকা সহ পুঠিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।