রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েটের সীমানা প্রাচীর পর্যন্ত এবং সাধুর মোড় হতে হাদির মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান হয়েছে। আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার চলমান উন্নয়নের কাজের পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় রাস্তাঘাট নির্মাণের কাজের অগ্রগতি মানের সার্বিকভাবে সরজমিনে খোঁজখবর নিচ্ছেন সিটি করপোরেশন মেয়র।
উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েটের সীমানা প্রাচীর পর্যন্ত এবং সাধুর মোড় হতে হাদির মোড় পর্যন্ত দুই কিলোমিটার ৪০ ফুট প্রশস্ত কার্পেটিং রাস্তা, রাস্তার উভয়পাশে ৫ টি চওড়া ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজ দ্রুত গতিতে করা হচ্ছে।