ঢাকারবিবার , ১৪ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগের ৮ পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর”রা শপথ গ্রহণ

শিবলী সরকার, রাজশাহী ব্যুরোঃ
মার্চ ১৪, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমিতে শপথ বাক্য পাঠ করান- বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে, আটজন মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ২৪ ও সাধারণ কাউন্সিলর ৭১ মিলে মোট ১০৩ জন শপথ নেন।

এর মধ্যে রাজশাহী জেলার- নওহাটায় হাফিজুর রহমান হাফিজ, তাহেরপুরে আবুল কালাম আজাদ, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম, তানোরে ইমরুল হক। চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, জয়পুরহাটের আক্কেলপুর শহিদুল ইসলাম চৌধুরী ও কালাইয়ে রাবেয়া সুলতানা। এছাড়া নাটোর জেলার বড়াইগ্রাম মাজেদুর বারী নয়ন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক মো. জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন বেগম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।