ঢাকাবৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরের শুক্তাগড় ইউপিতে প্রচার প্রচারনায় মাঠ ঘাট চষে বেড়াচ্ছে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিউটি সিকদার

Agrajatra 24
জানুয়ারি ২৮, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিউটি সিকদার ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি দীর্ঘদিন ধরে শুক্তাগড় ইউনিয়নের সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে সার্বক্ষনিক যোগাযোগ রেখে সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদের মনজয় করেছেন। এ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি এ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সদালাপি ও হাসোজ্জল ক্লিন ইমেজের এ নেত্রীর যোগ্যতা ও দক্ষতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা আ’লীগসহ সহযোগী এবং অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে সু সম্পর্ক বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। বিউটি সিকদার বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও শ্রীমন্তকাঠী এম এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও শুক্তাগড় ইউনিয়নের প্রয়াত প্রবীণ আওয়ামী লীগের নেতা আউয়াল সিকদারের পুত্রবধূ। ভোটারদের সাথে কথা বল্লেন তারা বলেন , ইউনিয়নের সকল রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে সকলের পাশে থেকে সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। অসহায় ও গরীর মানুষের চিকিৎসা সেবায়ও নানাভাবে সহযোগীতা করে যাচ্ছেন। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে অব্যাহত গনসংযোগ, লিফলেট বিতরন ও মোটর সাইকেল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে সরগরম করে রেখেছেন। ইতোমধ্যে তিনি জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন এবং দলীয় মনোনয়নের আলোচনার শীর্ষে রয়েছেন। এ বিষয় উপজেলা আওয়ামীলীগের সদস্য বিউটি সিকদারের কাছে জানতে চাইলে জানান, দীর্ঘদিন ধরে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করে দলীয় সকল কর্মকান্ড ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আশা করি এবার আমাদের সকলের অভিভাবক বর্ষিয়ান আ’লীগ নেতা ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু এমপি মহোদয় সকল দিক বিবেচনা ও মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিবে। মনোনয়ন পেলে শুক্তাগড় ইউনিয়নে বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয় করে ইউনিয়নের উন্নয়নে কাজ ও সুখে দুঃখে মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।