ঢাকারবিবার , ১৭ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে গরু চোর সন্দেহে ৩ যুবক আটক

স্টাফ রিপোর্টোরঃ
জানুয়ারি ১৭, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ

ঝালকাঠি রাজাপুরে সদর ইউনিয়নের বড়কৈবর্তখালী গ্রামের মিলবাড়ি বাজার থেকে গরু চোর সন্দেহে ৩ ব্যক্তিকে এলাকাবাসী আটক করেছে। শনিবার গভীর রাতে মিলবাড়ি বাজার এলাকার এক বাড়িতে গরু চুরির প্রস্তুতিকালে তাদের ধাওয়া দিয়ে এলাকাবাসী আটক করে রাতেই পুলিশে সোর্পদ করে বলে স্থানীয়রা দাবি করে জানান। পুলিশের দেয়া তথ্য মতে আটককৃতরা হলো- নলছিটি থানার কান্দিপুর গ্রামের মৃত ফেরদাউস সরদারের ছেলে তুষার সরদার (২০), বাখেরগঞ্জ থানার ছড়ারি গ্রামের জাকির হাওলাদারের ছেলে বাদশা হাওরাদার (২৫), মুলাদি থানার নন্দির বাজার গ্রামের মনির সরদারের ছেলে সম্্রাট সরদার (১৯)। রাজাপুর থানার ওসির তদন্ত আবুল কালাম আজাদ জানান, গরু চুরির প্রস্তুতিকালে গরু চোর সন্দেহে তাদের এলাকাবাসী ধরে পুলিশে সোর্পদ করেছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে, আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে প্রেরন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।