স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ
ঝালকাঠির রাজাপুরে মাদক ব্যবসায়ী ও সহযোগীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ভাতকাঠি গুচ্ছ গ্রামের মো. সোবাহান খানের ছেলে মো. শহিদুল ইসলাম খান ওরফে শাকিল (৩৫), পূর্ব আঙ্গারিয়া গ্রামের মো. শাহ-আলম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২১), আব্দুর রব বেপারীর ছেলে মো. বাদল বেপারী (২২), বরগুনা জেলার আমতলি এলাকার মো. নুরুল হক পেদার ছেলে মো. মামুন পেদা (৩০)। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।