আবু নাঈম, স্টাফ রিপোর্টারঃ
লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৪মার্চ ২০২১ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ মার্চ ২০২১) সকাল ১০.০০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেক্তার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা বিষয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম ,রাজাপুর প্রানীসম্পদ কর্মকর্তা দিনেশ চন্দ্র মজুমদার, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা,রাজাপুর থানা সহকারি পরিদর্শক মো.আমিনুল ইসলাম, রাজাপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো.এনামুল হোসেন খান,রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.অহিদ সাইফুল,সাংবাদিক এনামুল হক।