স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ
ঝালকাঠির রাজাপুরে টেম্পু ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে৷ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের সমবায়-ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে৷ আহতরা হলেন, টেম্পুতে থাকা রাসেল আকন (২৮)
গরু ব্যবসায়ী হানিফ (৩০) মাহেন্দ্র ড্রাইভার বাবু (২০) ও মাহেন্দ্র থাকা যাত্রী ৩জন সহ মোট ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাহেন্দ্র ড্রাইভার বাবুর অবস্থা আশংকা জনক হওয়ার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর থেকে টেম্পু ভান্ডারিয়া বাজারে গরু আনতে যাওয়ার সময় মঙ্গলবার সকাল আনুমানিক সারে ৮র দিকে উপজেলার সমবায় ক্লাব ষ্টানের বিপরীত ভান্ডারিয়া দিক থেকে আসা মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ হয়৷অতিরিক্ত কুয়াশা ও মাহেন্দ্র অতিরিক্ত স্পিডই দূর্ঘটনার মূল কারন বলে মনে করছে প্রত্যক্ষ দর্শীরা এতে ৫ জন আহত হয়েছে,স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতাক্ষ্যদর্শী সাংবাদিকদের বলেন আমার একাধিক বার একাধিক জন ফায়ার সার্ভিসকে ফোন করলেও তারা প্রায় আধঘন্টা পরে ঘটনা স্থলেআসে যেখানে ফায়ার সার্ভিসের আসতে সময় লাগে ৫ মিনিট সেখানে এত সময় পরে আসায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের গাড়িতে করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এদিকে দূর্ঘটনা কবলিত দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দুটাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।