স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ
সারা দেশেরন্যয় ঝালকাঠির রাজাপুরে ও নানা আয়োজনে ও উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী। রাত ১২ টা ১ মিনিটে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে,সকাল ৭ টায় প্রভাতফেরী এবং সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ভাষা শহীদের স্মরনে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি -১আসনের মাননীয় সংসদ সদস্য গৃহয়ান ও গনপূর্ত মন্ত্রনলায়ের স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন , উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সিঃ সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল জনাব সাখাওত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ আঃ বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোক্তার আলী।