স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির রাজাপুরে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে।গত ১৯ এপ্রিল ২০২১ সোমবার সন্ধা ৭.৩০মিনিটে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামের তালুকদার বাড়ীর মসজিদের সামনে হামলার ঘটনা ঘটে।প্রতিপক্ষের হামলায় মীর মাহবুব গুরুতর আহত হয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন।
ঘটনা শুত্রে জানা যায়,মোঃ ফয়সাল জোমাদ্দার পল্লি বিদ্যুৎ এ চাকুরি করার সুবাদে মীর মাহাবুব এর ঘরের সার্ভিস তার খারাপ হয়ে যায় যা পরিবর্তন করার কথা বলে ৩০০০/(তিন হাজার) টাকা নেয়।সার্ভিস তার পরিবর্তন করার কথা বললে ফয়সাল জোমাদ্দার নানা রকম তালবাহানা করতে থাকে।এক পর্যায়ে মীর মাহাবুর পল্লি বিদ্যুৎ অফিসে বিষয়টি নিয়ে ফোন করলে ফয়সাল জোমাদ্দার ক্ষিপ্ত হয়ে নানা রকম ভয়ভীতি ও খুন জখম করবে বলে হুমকি প্রদান করে।এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন শালিস বৈঠকের মাধ্যমে সমাধান করার লক্ষে গত সোমবার ১৯ এপ্রিল ২০২১ তারিখ সন্ধায় নৈকাঠি তালুকদার বাড়ী মসজিদের পুকুরের ঘাটলায় আলোচনার মাধ্যমে সমাধান হয়ে সবাই যখন শালিস বৈঠক শেষে উঠে যেতেই ফয়সাল জোমাদ্দার,মো.শহিদুল ইসলাম জোমাদ্দার,মাসুদ হাওলাদার,মো.তরিকুল, ইব্রাহিম ও বেল্লালসহ আরো ৩/৪ জন আগে প্রস্তুত থেকে রড, রামদা, দাও দিয়ে অর্তকিত হামলা করে।এলোপাথারি অর্তকিত হামলায় রামদার কোপে মীর মাহাবুব এর মাথায় গুরুতর জখম হয়।বর্তমানে মীর মাহাবুব রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।এ ব্যাপারে রাজাপুর থানার এস আই মামুন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ পেয়ে আজ বুধবার ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়েছি অভিযোগের আলোকে মামলা এজাহার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।