ঢাকাবৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ

Agrajatra 24
জানুয়ারি ১৪, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপি সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল কর্তৃপক্ষ এ কর্মসূচি পরিচালিত হয়। শেখ হাসিনা সেনা নিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াক ক্যাপ্টেন ফারজানার নেতৃত্বে গরীব রোগীদের সেবা প্রধান করেন বরিশাল সিএমএইচ এর চিকিৎসক মেজর হোসাইন মো. ইমরান এবং মেজর মো. মঞ্জুরুল ইসলাম। চিকিৎসা ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।