স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ
ঝালকাঠির রাজাপুরে বুধবার দুপুরে উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা ভার্চুয়ালে উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি বিএইচ হারুন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মোক্তার হোসেন। মেলায় বিভিন্ন প্রদর্শনীর ১৩টি স্টল ছিল। কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা মেহরুন নেছা পাপড়ি, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল ও মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।