আবু নাঈম, স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস কনফারেন্স করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোক্তার হোসেন বলেন, বাংলাদেশ উন্নয়শীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ উপজেলায় যে সকল উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে তা তুলে ধরতে আগামী ২৭ ও ২৮ মার্চ শনি ও রবিবার সারাদেশের ন্যায় রাজাপুর উপজেলায়ও একযোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উন্নয়মূলক কাজের চিত্র তুলে ধরতে প্রর্দশনী মেলা আয়োজন করছেন।উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান। আগামী দুই দিনের অনুষ্ঠান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরতে তিনি অনুরোধ জানিয়েছেন।দুই দিনের অনুষ্ঠানে প্রথম দিন নানা অনুষ্ঠানে শেষে স্থানীয় শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করবেন।২য় দিনের আনুষ্ঠান শেষে খুলনা থেকে আগত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করবে বলে উপজেলা প্রশাসন জানান। প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু । সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন রাজাপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো.এনামুল হোসেন খান,রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.অহিদ সাইফুল,সাংবাদিক রেজাউল ইসলাম পলাশ ফরাজী প্রমুখ।