ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুর বড় কৈবর্তখালী সর্ট পিচ মিনি ডে নাইট টুর্নামেন্ট ফাইল খেলায় পিংড়ী চ্যাম্পিয়ন

Agrajatra 24
ফেব্রুয়ারি ৮, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ঃ নবীন মাহমুদ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালীর ৩৬ নং বড় কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে বড় কৈবর্তখালী সর্ট পিচ মিনি ডে নাইট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুস্ঠীত হয়েছে। ফাইল খেলায় রাজাপুর ব্লাড ডোনার ক্লাবকে ৪২ রানে হারিয়ে পিংড়ী একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। পিংড়ি একাদশ দলের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে তাসরিফ হোসেন। চ্যাম্পিয়ান দলের অন্য খেলায়াড়রা হলো সুজন দাস,জয়দেব, এমদুল,ইমরান, নিবু,টিটু,সিয়াম,রাজিব দাস ফয়সালা ও সুজন।এ টুর্নামেন্টে বিভিন্ন স্থান থেকে ২৪ টি দল অংশগ্রহণ করে।খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ক্রীড়াপ্রেমী সৈয়দ মেহেদী হাসান রুমান,সৈয়দ জাহিদ, শামীম সিকদার সহ উদীয়মান কয়েক তরুণ এ খেলার আয়োজন করেন।আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তির হাত থেকে রক্ষায় তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে মাঠে ফিরাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এধরণের টুর্নামেন্টের আয়োজনের ধরা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।