মোহাম্মদ ইউনুছ নাইক্ষংছড়ি
রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।সে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মকবুল আহমেদ ছেলে নুরুল হাকিম (৪৫) বলে জানা গেছে। শনিবার (১৩ মার্চ) গভীর রাতে ইউনিয়নের মুক্তার ঘোনা এলাকায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলীর নির্দেশে এ এসআই নোমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ পরিদর্শক ফরহাদ আলী জানান, নুরুল হাকিম অপহরণ চক্রের সদস্য। তার বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানার ২টি মামলা রয়েছে। একটি ডাকাতির প্রস্তুতি অপরটি চাঁদাবাজি। এ দুই মামলার গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে সে দীর্ঘদিন পলাতক ছিলেন অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান গর্জনিয়া-কচ্ছপিয়ায় যে কোন ধরনের অপরাধীকে ধরতে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।