ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

রামুর শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী ডাকাত রহিম আটক:এলাকায় আনন্দ উল্লাস

Agrajatra 24
মার্চ ৮, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ ইউনুছ, নাইক্ষংছড়ি

কক্সবাজারের রামুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত, গর্জনিয়া-কচ্ছপিয়ার বহু অপকর্মের হোতা ও আলোচিত মতলব হত্যাকান্ডসহ একাধিক মামলার পলাতক আসামী আবদুর রহিম(৩৫) কে অবশেষে আটক করেছে পুলিশ। গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে এ এস আই নোমানসহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি এলাকায় ৭ মার্চ গভীর রাতে পাহাড়ের চুড়ায় একটি বাড়ি ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন। এই বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর ফরহাদ আলী জানান, এ সন্ত্রাসীকে ধরতে ইতিমধ্যে তারা বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। রবিবার গভীর রাতে অবশেষে তাকে আটক করতে সক্ষম হন। তিনি আরো জানান, আটক ডাকাত রহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামুর পূর্ব অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ডাকাত আবদুর রহিম গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি আলি হোসেনের ছেলে।
রহিম রামুর ঈদগড়,গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির বাইশারীসহ দুই উপজেলায় দীর্ঘ দিন ধরে পাহাড়ি এ জনপদে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষন, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছিল। নাইক্ষ্যংছড়ি ও রামু সকল শ্রেণীর মানুষের দাবী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করেন। এদিকে রামু পূর্ব অঞ্চলের আলোচিত রহিম ডাকাতদের আটকের ঘটনায় পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়ার হাজার হাজার মানুষ গর্জনিয়া পুলিশের চৌকস কর্মকর্তা পুলিশ পরির্দশক ফরহাদ আলীকে অভিনন্দন জানিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।