স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ সজীব মিয়া
মনোহরদী ও পলাশ উপজেলার ইউনিয়ন পরিষদ রায়পুরা পৌরসভা সাধারন নির্বাচন ২০২১ এবং রায়পুরা পৌরসভার সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অদ্য বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ২০২১খ্রিঃ) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী ও পলাশ উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন ২০২১ এবং রায়পুরা পৌরসভার সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান পুলিশ সুপার, নরসিংদী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রসাশক, নরসিংদী এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জনাব মোঃ মেছবাহ উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, নরসিংদী।