ঢাকাশুক্রবার , ২২ জানুয়ারি ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র নির্বাচন কাল

Agrajatra 24
জানুয়ারি ২২, ২০২১ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মিসবাহ উদ্দিন ইরান কক্সবাজার,

আগামীকাল শনিবার ২৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে
তরুণ সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর নির্বাচন। উক্ত নির্বাচনে ১৭টি পদের বিপরীতে লড়ছে ২৬ জন প্রার্থী। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫১ জন।নির্বাচনকে ঘিরে তরুণ সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রচার—প্রচারণা চালিয়ে যাচ্ছে।ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে।এতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাধারণ ভোটারেরাও।

১৭ টি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন এইচ,এম নজরুল ইসলাম,এহসান আল কুতুবী সভাপতি পদে। সহ—সভাপতি পদে বলরাম দাশ অনুপম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ওসমান গণি, সাইফুল ইসলাম, সাইফুল আলম বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক পদে তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মরিয়ম আক্তার নুপুর, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফুল হাসান রিসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিবুর রহমান, মো. বোরহান উদ্দিন রব্বানি, পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক পদে ফয়সাল রিয়াদ, নারী বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার জেসিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সানজিদুল আলম সজিব, অন্তর দে বিশাল, দপ্তর সম্পাদক পদে অজিত কুমার দাশ হিমু ও নির্বাহী সদস্য পদে ইব্রাহিম আজাদ বাবু, মোঃ নুরুল হোসাইন, মিজবাহ উদ্দিন, শরীফ আদনান ও মো. শাহ ফরহাদ সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইমরুল কায়েস চৌধুরী ও নির্বাচন কমিশন সদস্য এম.এ আজিজ রাসেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।