কুড়িগ্রাম জেলা সংবাদদাতা মোঃ আনন্দ ইসলাম
কুড়িগ্রামে রৌমারীতে দাঁতভাঙ্গা ইউনিয়নে ঝগড়ারচর গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাফি (৩) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানাযায় শুক্রবার বিকেল ৪ টার দিকে সাফি তার পাশের বাড়ির অপু (১৫ )নামের এক ছেলের সাথে খেলতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সাফি আর ফিরে আসে নাই বাড়িতে। তাই সাফির পরিবার থেকে সন্ধ্যার দিকে রৌমারী থানায় এসে সাধারন ডায়েরি (জিডি) করেন। তার বাবা মা আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি সাফিকে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, পরিবারের কাছে নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঝগড়ার চর গ্রামে যায় এবং নিহত হাসান আহমেদ সাফির বাড়ির পাশের একটি ফাকা বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে।পরে তার লাশটি থানায় নিয়ে আসে।
শনিবার সকালে ময়না তদান্তের জন্য সাফির লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহত সাফি উপজেলার ঝগড়ার চর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। জাহিদুল ইসলাম তেকানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, হত্যা সন্দেহে এখন পর্যন্ত উপজেলার ঝগড়ার চর গ্রামের আঃ রউফের ছেলে অপু মিয়া (১৫) নামের এক জনকে আটক করা হয়েছে। এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh