ঢাকাসোমবার , ১৮ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরু পাগলা ইয়াবাসহ আটক

Agrajatra 24
জানুয়ারি ১৮, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৪ এর সিপিসি-২ সাভার ক্যাম্পের অভিযানে কুখ্যাত মাদক কারবারী মোঃনুরুল ইসলাম ওরফে নুরু পাগলা(৫৮) ২০১০ পিস ইয়াবাসহ আটক হয়েছে।

র‍্যাব-৪ কর্তৃক অগ্রযাত্রা’র বার্তা কক্ষে প্রেরিত এক মেইল বার্তায় জানা যায়-

১৮ জানুয়ারি রাত ১০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৮/০১/২০২১ তারিখ রাত ১০.৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কাঞ্চনপুরে জনৈক অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবা এবং ০১ টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ওরফে নুরু (৫৮), জেলা- ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত, বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।