রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
বিক্রয় নিষিদ্ধ ও অবৈধ ঔষধ বিক্রির অপরাধে সাভারের ব্যাংকটাউন এলাকায় অবস্থিত ৩টি ফার্মেসিকে জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। র্যাবের অভিযানে এসময় বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ হয়। র্যাব-৪ কর্তৃক অগ্রযাত্রা’র বার্তাকক্ষে প্রেরিত এক মেইল বার্তায় জানা যায়- ২১ জানুয়ারি সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় র্যাব-৪ সিপিসি -২ সাভার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এইচ এম আদনান তফাদারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৩ টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। এসময় বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ঔষধ বিক্রির দায়ে মেসার্স খান ফার্মেসিকে ৩ লাখ টাকা,সেবা ফার্মেসিকে ৭৫ হাজার টাকা, এবং নাফিসা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ পরিদর্শক মোঃ আবুল হাসান।
অভিযানটি সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত হয়৷ দন্ডপ্রাপ্ত ৩ ফার্মেসি হতে বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তা ধংস করা হয়।