মোঃ তামজিদ হোসেন রুবেল।লক্ষ্মীপুর জেলা সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় শুক্রবার সকালে জলাশয়ে মাছ ধরতে যেয়ে রুবেল হোসেন ও শাকিল আহমদ নামের দুই জেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত রুবেলের মরদেহ সদর হাসপাতাল মর্গে ও অপর নিহত শাকিলের মরদেহ নিজ বাড়ীতে রাখা হয়েছে। নিহত রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে ও অপর নিহত শাকিল একই বাড়ীর ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষ্মদর্শী ও পুলিশ জানায়, ভবানীগঞ্জের মিয়ারবেড়ীর এলাকার স্বপন ডা. এর জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এসময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। ওই জাল ছুটাতে গিয়ে দুই জেলে নিহত হন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে অন্য জেলেরা বিদ্যুত সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন বলে জানান অপর জেলেরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জেলে নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।