ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জেলে নিহত

Agrajatra 24
ডিসেম্বর ২৫, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তামজিদ হোসেন রুবেল।লক্ষ্মীপুর জেলা সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় শুক্রবার সকালে জলাশয়ে মাছ ধরতে যেয়ে রুবেল হোসেন ও শাকিল আহমদ নামের দুই জেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত রুবেলের মরদেহ সদর হাসপাতাল মর্গে ও অপর নিহত শাকিলের মরদেহ নিজ বাড়ীতে রাখা হয়েছে। নিহত রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে ও অপর নিহত শাকিল একই বাড়ীর ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষ্মদর্শী ও পুলিশ জানায়, ভবানীগঞ্জের মিয়ারবেড়ীর এলাকার স্বপন ডা. এর জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এসময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। ওই জাল ছুটাতে গিয়ে দুই জেলে নিহত হন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে অন্য জেলেরা বিদ্যুত সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন বলে জানান অপর জেলেরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জেলে নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।