মেহেদী হাসান, পাথরঘাটা (বরগুনা) থেকে:
বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ (২৪ ডিসেম্বর) রাত ৩:৩০ ঘটিকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমবি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নি দূর্ঘটনা ঘটে। এতে অসংখ্য মানুষ হতাহতের খবর পাওয়া গেছে ও শতাধিক নিখোঁজ রয়েছে।
দূর্ঘটনাগ্রস্থদের খোঁজ খবর নিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরগুনা-২ আসেন সাংসদ জনাব শওকত হাসানুর রহমান রিমন। তিনি দূর্ঘটনার সংবাদে দুঃখ প্রকাশ করেন এবং তার ফেসবুক পেইজে হতাহতদের জন্য দোয়া মাগফেরাত কামনা করে বলেন, “অগ্নি দুর্ঘটনায় আহত সকলের সুস্থতা এবং নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ সকলকে হেফাজত করুক আমিন।
এমপি রিমন লঞ্চে অগ্নি দূর্ঘটনায় দগ্ধদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্থদের সহায়তা করার আশ্বাস দেন।