ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

লামা পৌরসভা নির্বাচন সম্পর্ণ, বিপুল ভোটে জয়ী আ,লীগ প্রার্থী জহিরুল ইসলাম।

Agrajatra 24
জানুয়ারি ১৬, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, বান্দরবান থেকে:- বান্দরবানের লামা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৪০৫। তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধীর চেয়ে ৮ হাজার ৩৪০ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহিন পেয়েছেন মাত্র ১ হাজার ৬২ভোট। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ.টি.এম শহীদুল ইসলাম নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছে ৮৮ ভোট।
প্রসংগত, লামা পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটার ছিল ১৩ হাজার ৩৮৯জন। মোঃ জহিরুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় এলাকায় বিজয় উৎসব করছে দলীয় সমর্থকেরা। বিপুল পরিমাণ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জহিরুল ইসলাম। তিনি লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, (১. ২ ও ৩ নম্বর ওয়ার্ড) সাকেরা বেগম, (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে) মরিয়ম বেগম, (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) জাহানারা বেগম।

সাধারন কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থী হলেন: ১নং ওয়ার্ডে- মো: বশির, ২নং ওয়ার্ডে- মোহাম্মদ হোসেন বাদশা (বিনাপ্রতিদ্বন্ধীতায়), ৩নং ওয়ার্ডে- মোহাম্মদ সাইফুদ্দিন, ৪নং ওয়ার্ডে- মোঃ রফিক (বিনা প্রতিদ্বন্ধীতায়), ৫নং ওয়ার্ডে- আলী আহম্মদ, ৬নং ওয়ার্ডে- মমতাজুল ইসলাম, ৭নং ওয়ার্ডে- মো: কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে- মো: ইউছুপ, ৯নং ওয়ার্ডে- উশৈথোয়াই মার্মা ।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বিকভাবে পৌরসভা নির্বাচন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।