ঢাকাবৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে “কেপিএল-২০” এর প্রধান অতিথি লিমন

মৃণাল কান্তি রায় সরকার, স্টাফ রিপোর্টার -
ডিসেম্বর ২৪, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের খোঁড়াগাছে সততা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “খোঁড়াগাছ প্রিমিয়ার লীগ(KPL-20)” এর প্রথম আসরের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়।

অদ্য ২৪শে ডিসেম্বর(বৃহস্পতিবার) সিন্দুরমতি স্পোর্টিং ক্লাব ও বালাপাড়া ক্রিকেট একাদশের মধ্যকার অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন।

এসময় লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থ্যতা ও মানসিক প্রশান্তির জন্য আমি সর্বদা খেলাধুলার আয়োজনকে উদ্বুদ্ধ করবো।”

উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির; পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আতাউর রহমান (আতা); সাংবাদিক মমিনুর ইসলাম; রবিউল; শিপন এবং আয়োজক কমিটির সভাপতি নয়ন মন্ডলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।