মৃনাল কান্তি রায় সরকার, স্টাফ রিপোর্টার
লালমনিরহাটে শিক্ষা-ঐক্য-প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪২-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আজ ২রা জানুয়ারি(রোজ শনিবার) লালমনিরহাট জেলা পার্টি অফিসে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ. কে. এম. মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন; জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান(ভিপি আনিচ); জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামানিক আসাদুল এবং জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।