ঢাকাশনিবার , ৯ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মৃনাল কান্তি রায় সরকার
জানুয়ারি ৯, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মৃনাল কান্তি রায় সরকার, স্টাফ রিপোর্টার
লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন ও চট্টগ্রামের দেশপ্রিয় নেতা যতিন্দ্র মোহন সেন(বাঘা যতিন)-এর স্মৃতি বিজড়িত বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাংচুর এবং হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‘‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’’ -এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৯ই জানুয়ারি) সকাল ১১ঃ০০ ঘটিকায় “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ” লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ‘গৌরীশংকর গোশালা সোসাইটি’ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লালমনিরহাটের বিডিআর গেটে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ‘গৌরীশংকর গোশালা সোসাইটি’তে শেষ হয়।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ” এবং “যুব ও ছাত্র ঐক্য পরিষদ”-এর জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী অবিনাশ চন্দ্র রায়। এসময় আরো বক্তব্য রাখেন যুব-ঐক্য পরিষদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।