মোহাম্মদ নূরণবী
স্টাফ করেসপন্ডেন্ট
লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রেনের নিচে কাটা পরে প্রণ হারায় এক অজ্ঞাত যুবক।
শনিবার সকালের দিকে পারবাতি পুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামি কমিউটর ট্রেনটি সিঙ্গিমারি উপজেলার চৈত পড়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পরেন অজ্ঞাত যুবক।
ট্রেনের নিচে কাটা পরার পর হাত, পা, এমন কি মাথা কিছুই একত্রিত ছিলো না ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক। মরদেহটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন হাতিবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
এখন পর্যন্ত নিহত যুবকের সঠিক কোনো পরিচয় মিলেনি বলও জানিয়েছেন হাতিবান্ধা থানার ওসি এরশাদুল আলম।