মোঃ জাহিদুল ইসলাম
জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব মিলনায়তনে, হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজের বিভাগীয় অধ্যাপক, আকলিমা বেগমের পরিচালনায়, সভাপতির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক, সাবেরা খাতুন ও বিভাগীয় অধ্যাপক কামরুল ইসলাম, (বিএম) শাখার শিক্ষক, রবিউল ইসলাম, মোঃ আক্তার হোসেন, হেলাল উদ্দিন, সুধীর বরন মাঝি, নজরুল ইসলাম। আলোচনা শেষে বুদ্ধিজীবী দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বক্তরা বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে পাক সরকারের বিরুদ্ধে নিরস্ত্র বাঙলীরা ফুঁসতে শুরু করে এরপর থেকে তৎকালীন পাক সরকার এ বাঙালীদের বিভিন্ন ভাবে দমিয়ে রাখতে ষড়যন্ত্র শুরু করে। মহান মুক্তিযুদ্ধে যখন পাক সরকার পরাজয় বরণ করতে হবে নিশ্চিত হয়েছে তখন তারা বাঙালীকে মেধা শূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। এ ষড়যত্রে ৭৫’ এর ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকেও স্বপরিবারে হত্যা করে।
এসময় উপস্থিত ছিলেন, অন্যান শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ।