জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে ইমাম ফুডস ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক মোঃ বিল্লাল হোসেনের নিকট থেকে গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এক্সক্লুসিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল হাসান।
ভ্রাম্যমান আদালতের পরিচালক মোঃ মাহবুবুল হাসান বলেন, নিম্ন মানের খাদ্যসামগ্রী ও প্যাকেটজাত না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ইমাম ফুডস ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক মোঃ বিল্লাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে আগামীতে প্রতিটি পণ্য মানসম্মত ও প্যাকেটজাত করতে হবে।
শাহবাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ইমাম বেকারীতে পণ্য দেখছেন এক্সক্লুসিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল হাসান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।