ঢাকাশনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজীসহ তিনজনের সাজা

মোঃ মিজানুর রহমান শিবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কনের নানা ও কাজীকে ছয়মাস কারাদন্ড ও বরের চাচাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রামমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বিনোদনগরের এরফানের ছেলে কাজী ইউসুফ আলী (২৩), এখলাসপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে কনের নানা নওশাদ আলী (৫২) ও বিনোদনগরের আবদুর রাজ্জাকের ছেলে বরের চাচা শাহজাহান আলী (৫০)।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। তিনি জানান, বাল্যবিয়ে পড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে কনের নানা, কাজী ও বরের চাচাকে আটক করা হয়।

পরে তাদের ভ্রামমাণ আদালতে হাজির করা হলে কাজী ও কনের নানাকে ছয়মাস বিনাশ্রম কারাদন্ড ও বরের চাচাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রামমাণ আদালতে সহযোগিতা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।