অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
এস.এম নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
শিয়ালের সাথে মানুষের বন্ধুত্ব? তা আবার সম্ভব নাকি?
শুনতে অবাক লাগলেও এমনটি ই হয়েছে পটুয়াখালী সদর উপজেলাধীন আউলিয়াপুরে।
ঘটনাসূত্রে প্রতীয়মান হয়,
পটুয়াখালীর আউলিয়াপুরে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসী মিলে একটি শিয়াল ও তার চারটি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলে কিন্তু আকস্মিক ভাবে একটি শিয়ালের বাচ্ছা বেঁচে যায়। শিয়ালের প্রতি গভীর মমত্ববোধের প্রেক্ষিতে এক মাসের ছোট শিয়ালের বাচ্চাকে বুকে তুলে নেয় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের দিনমজুর সাহেব আলী ও তার স্ত্রী।দিনমজুর সাহেব আলীর ২ ছেলে ও ২ মেয়ে। অভাবের সংসারে নিজের ছেলে ও মেয়েদের মতন স্নেহ ও ভালবাসা দিয়ে পরম যত্নে শিয়ালের বাচ্চাকে লালন পালন করে বড় করে তোলেন ।
বর্তমানে শিয়ালটির বয়স এখন ৩ বছর।
সাহেব আলী ও তার স্ত্রী জানান,শিয়ালটির নাম রেখেছেন পন্ডিত । শিয়াল পন্ডিতকে দেখতে তার বাড়িতে লোকজন এসে ভীর করে কেউবা বিস্কুট কেউবা রুটি কেউবা মুরগির মাংস নিয়ে আসে শিয়াল পন্ডিতের জন্য।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা