ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের মাঝে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের কম্বল বিতরণ

মুহাজির রহমান মিঠুঃ
ডিসেম্বর ২৯, ২০২০ ৭:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের কষ্টের সীমা নেই। ব্যক্তিগত উদ্যোগে এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
আজ(২৯ ডিসেম্বর)মঙ্গলবার গভীররাতে রাজধানীর শাহবাগ, ঢাকা মেডিক্যাল,শহীদমিনার,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা সহ বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে অসহায় দুঃস্হ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র পেয়ে অসহায় ছিন্নমূল মানুষের মুখে ফুটে ওঠে হাসির রেখা,তাদের অনেককেই প্রাণখুলে দোয়া করেন সাবেক এই ছাত্রনেতার জন্যে।
এসময় তারিক সাঈদ বলেন এই শীতে অনেক অসহায় বয়োবৃদ্ধ মানুষ কষ্টে আছেন।শীতার্তদের এমন দূর্দশা লাঘব করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। শীতের শুরু থেকেই হতদরিদ্র, অসহায়, দুঃস্হ, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। বিতরণ অব্যহত থাকবে বলেও জানায় তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।