ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

শুভ জন্মদিন, বন্ধু জর্জ হ্যারিসন !

আসমা উল হুসনা, ঢাকা।
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

Bangla Desh Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I’ve never seen such distress.. Bangla Desh … Happy Birthday Beloved Jeorge Harrison !

আজ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসনের জন্মদিন (২৫ শে ফেব্রুয়ারী ১৯৪৩,জর্জ হ্যারিসন, যুক্তরাজ্য – ২৯শে নভেম্বর ২০০১)।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যখন পাকিস্তানী বর্বর হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের (এদেশের) বৃদ্ধ, শিশু নারী সহ সকল নিরস্ত্র নিরীহ মানুষ কে নৃশংসভাবে হত্যাকরে চলেছিল, তখন পণ্ডিত রবি শঙ্করের অনুরোধে ’৭১ এর ১লা আগস্ট রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউইয়ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজন করেছিলেন। পূর্বপাকিস্তানের তথা বাংলাদেশের যুদ্ধের নৃশংসতা বিশ্ব সমাজে তুলে ধরে আন্তজাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিলের প্রচেষ্টা বাড়াতে আয়োজিত ছিল এই কনসার্ট-এবং এখান থেকে প্রাপ্ত ২,৫০,০০০ ডলার বাংলাদেশের উদবাস্তুদের সাহায্যের জন্য দেয়া হয়েছিল।

জর্জ হ্যারিসন যুক্তরাজ্যের গায়ক হলেও তিনি বাংলাদেশেরই একজন, বাংলাদেশের মানুষের কাছে তিনি আছেন এবং থাকবেন এক অনন্য উচ্চতায়।মর্মস্পর্শী বাঙলাদেশ গানের জন্য তিনি আমাদের মাঝে থাকবেন আজীবন সম্মানে, ভালো বাসায় ; “সকলের কাছে মিনতি জানাই আজ আমি তাই, কইয়েক্টি প্রাণ এসোনা বাঁচাই দেবেনা তোমার ক্ষুধিত কে দুটি রুটি সামান্য দুটি / মানুষ গুলোকে সহায়তা দাও,বাঙলাদেশ …দেখেছি সেখানে সকলেই ধস্ত কত শত প্রাণ মরে নিঃশেস ।। বাঙলা দেশ…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।