নেত্রকোণা প্রতিনিধিঃ শুক্রবার (১৩ মে) বিকেলে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন এর তিনঘন্টাব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
পাবলিক স্পিকিং, লিডারশিপ, কমিউনিকেশন, ভলান্টিয়ারিজম বিষয়ে আয়োজিত এ ওয়ার্কশপে
স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির রিসার্চ অ্যাম্বাসেডর প্রদিতি রাউত প্রমা ও নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম রানা ও প্রভাষক মোঃ আঙ্গুর হোসেন।