শ্যামনগরে সাড়ে ৩০ লক্ষ টাকা মুল্যের একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামান সাঈদ, উপজেলা কৃষিকর্মকর্তা এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শোকর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, আবেদীন ইকুইপমেন্ট লিঃ এর পক্ষে কৃষিবীদ কামরুজ্জামান, কৃষিবীদ ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত থেকে কৃষক আনন্দ কুমার মালো কে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়। নকীপুর গ্রামের কৃন্ষপদ মালোর পুত্র আনন্দ কুমার মালো ৭০% সরকারি কৃষি ভুর্তিকী ও ৩০% কৃষক মেশিনটির ব্যয়ভার বহন করবে। কম্বাইন হারভেস্টার মেশিন টিতে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা, মাড়ায়, ঝাড়ন ও বস্তাবন্দি করা হয়। সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার মেশিন টি বিতরণ করা হয়।