এম.আই বাবু-
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জ ক্রিকেট কোচিং স্কুলের আয়োজনে রবিবার দুপুর ২টায় শেখ বাড়ি মাঠে আট দলীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সাতক্ষীরা ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু।
উক্ত খেলাটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন নকিপুর ক্রিকেট জায়েন্ট বনাম মুন্সিগঞ্জ ক্রিকেট কোচিং স্কুল ক্রিকেট একাডেমি। খেলায় নকিপুর ক্রিকেট জায়ান্ট ১৪৪ রানের টার্গেটে মুন্সিগঞ্জ ক্রিকেট স্কুল ৫৯ রান করতে সক্ষম হয়। নকিপুর ক্রিকেট জায়েন্ট ৮৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেন । উক্ত খেলায় ৪ ওভারে ৫ রান দিয়ে ২ মেডেন ও ৪ উইকেট লাভ করে লাভ করে এবং সেই সাথে ২৯ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মেহেদী হাসান সোহাগ। উক্ত খেলায় তৌকির অনিক মূল্যবান ৪২ রান করেন।আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিলাল হোসেন ও এসকে রাসেল।