স্টাফ রিপোর্টার-
এই মহামারী করোনা ক্রান্তিলগ্নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী অসহায় মেহনতী মানুষের মুখের হাসি ফুটিয়ে তোলার জন্য নির্দেশ দেন, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের জৈষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম তারেক বিন হায়দার (রাজন) ভাই ও শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম সায়েদবীন হায়দার (রাজিব)। তাদের নির্দেশে একান্ত উদ্যোগে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে গরীব অসহায় অবহেলিত পরিবারকে চাউল , আলু, মুড়ি, ছোলা, চিনি, চিড়া, সেমাই, দিয়ে সহযোগিতা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ। পবিত্র রমজান মাস তার ভিতরে চলছে কঠোর লকডাউন, পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন। কিন্তু যারা গরীব অসহায় তারা সারাদিন রোজা রেখেও রুজিরোজগারের জন্য বেরিয়ে পড়তে হয় কাজের উদ্দেশ্যে। কিন্তু সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যপকহারে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ প্রতিরোধে জন্য দ্বিতীয় ধাপে আবারও লকডাউন ঘোষণা করেন সরকার। সরকার ঘোষিত লকডাউন অনুযায়ী সবাই ঘরে অবস্থান করতে হচ্ছে। সেই জন্য সকল পরিস্থিতি বিবেচনা করে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ এই মহান কাজের উদ্যোগ নেন। দিন আনে দিন খায় এমন কিছু পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন- আমরা যারা একটু স্বচ্ছল পরিবারের মানুষ তাদের সবার উচিৎ আমাদের আশেপাশের সকল অসহায় অবহেলিত ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো। তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন যার যতটুকু সম্ভব সামর্থ্য আছে সে সেই অনুযায়ী সহযোগিতা করার জন্য।