রিপোর্টঃ সোহাগ হাসান
খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মারমা বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা ও বানোয়াট মামলা থেকে মুক্তির দাবিতে সোমবার খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাবেক সভাপতি,খাগড়াছড়ি প্রেসক্লাবে সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম এর সভাপতিত্বে।
দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক জুলহাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খাগড়াছড়ি পার্বত্য প্রেসক্লাবে সভাপতি দেবপ্রসাদ ত্রিপুরা বলে,সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে। অবিলম্বে চাইথোয়াইমারমাকে মুক্তি সহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবী জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অর্থনৈতি পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বড়ুয়া,
সাংবাদিক লোকমান, সাংবাদিক রিপন সরকার,পাহার বার্তা পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে সোমবার দুপুরে খাগড়াছড়ি সিনিয়র চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
চাইথোয়াই মারমার নিঃশর্ত মুক্তি দাবি করেন খাগড়াছড়ি সকল সাংবাদিক সমাজসহ সাধারণ জনগন।