ইয়াছিন মাহমুদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অবশেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা থেকে সড়ে দাড়ালেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার আলোচিত সুহিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির আহবানে নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন সুহিলপুর ইউনিয়নের বর্তমান এই চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর
এ বিষয়ে সুহিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাংবাদিকদের বলেন, সুহিলপুর ইউনিয়নবাসী সত্যি সত্যিই আমি হেরে গেলাম। আপনারা জনগণ আমাকে এতবেশী ভালবাসেন, যা আমি কল্পনাও করতে পারিনি। আমি সুহিলপুর ইউনিয়নের প্রত্যেক জনগণের কাছে চির ঋণী,চির-কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন। আমি সুহিলপুর ইউনিয়নের জনগণের সেবক না হতে পারলেও গোলাম হয়ে আজীবন থাকবো ইনশাল্লাহ।
আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আমার অভিভাবক প্রানপ্রিয় নেতা, ব্রাহ্মণবাড়িয়ার মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের আহবানে ও নির্দেশনায় নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থীর পক্ষে আমি সমর্থণ প্রধান করিলাম।