ছিদ্দিক আহমদ আতিক
‘কমিউনিটি পুলিশিং-এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে কক্সবাজার সদর মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহীদ স্মরণী রোড প্রদক্ষিণ করে।
শনিবার ২৯ অক্টোবর র্যালি শেষে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও র্যাব-১৫ এর অধিনায়কসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জগণ ও বিট পুলিশিং কর্মকর্তাগণসহ সর্বস্তরের বিশিষ্টজন ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ এর আলোচনা সভার শেষাংশে সভাপতি জেলার ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য’ ও ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার’দের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন।