ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সা’দত কলেজে চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’ এই স্লোগানকে সামনে নিয়ৈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে সরকারি সা’দত কলেজের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী রিপন আহমেদ মন্ডল, শেখ মোহাম্মদ আল আমিন, রাসেল আদনান, রিসা হায়দার, তানভীর আলম, ইশতিয়াক সুমন, কাউছার আহম্মেদ, ফাহাদ, শের শাহ, সুজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়, মাননীয় শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমরা মানতে পারছি না, কারণ আমরা দীর্ঘ এক বছর পরীক্ষা ছাড়া। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে। আবার যদি মে মাস পর্যন্ত সময় বাড়ানো হয় তাহলে দেড় বছর চলে যাবে। সেশন জটে আমরা পড়ে যাচ্ছি। আমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো যেন অনতিবিলম্বে পুনরায় নেওয়া হয়।

এছাড়াও মার্চের প্রথম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারীও দেন বক্তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভিসি বরাবর কলেজের অধ্যক্ষের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।