রিপোর্টঃ রেজানুর ইসলাম ও নবী মাহমুদ –
সাশ্রয়ী খরচে উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার প্রত্যয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড় বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রা শুরু করলো গাজীপুর পপুলার হাসপাতাল।
২৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জাহাঙ্গীর আলম নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে গাজীপুর পপুলার হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে স্বাস্থ্যসেবামূলক এ প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে হাসপাতাল ভবনে বিশেষ আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গাজীপুর পপুলার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সোলায়মান কবির ও তার সহধর্মিণী ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তাসরীনা হোসেন টুম্পা। হাসপাতাল টি জনবহুল জায়গায় হওয়ায় সর্বসাধারণ এখান থেকেই সাশ্রয়ী খরচে উন্নত মানের সেবা পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ইতোমধ্যেই স্বাস্থ্য সেবা দিতে প্রস্তত রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও ২৪ ঘন্টা জনসাধারণের জন্য হাসপাতালটি খোলা থাকবে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা।