ঢাকামঙ্গলবার , ২ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা এড়াতে নওগাঁ থেকে রাজশাহীগামী সকল প্রকার যান চলাচল বন্ধ

নাসির হায়দার,স্টাফ করেস্পন্ডেট, নওগাঁ:
মার্চ ২, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুর ১২টার পর থেকে বাস চলাচল বন্ধ হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জানা গেছে,আজ মঙ্গলবার (২ মার্চ) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা। সমাবেশে যেন কোনো ধরনের নাশকতা না হয় এজন্য সোমবার (১ মার্চ) দুপুরের পর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল করে।
জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হারুন বলেন, ‘সকালে জরুরী কাজে নওগাঁয় আসি।কিন্তু দুপুরে কাজ শেষে বালুডাঙ্গা টার্মিনালে এসে দেখি বাস বন্ধ।’ বাস বন্ধ থাকায় তার মতো অনেকেই বিড়ম্বনায় পড়েন। অনেকে আবার বাড়তি ভাড়া দিয়ে সিএনজি ও অটোরিকশাতে করে বাড়ী যান।’

বালুডাঙ্গা টার্মিনাল সুপারভাইজার দেওয়ান মো. আফাজ উদ্দিন বলেন, ‘গতকাল সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ রাজশাহী মহাসড়কে স্বাভাবিকভাবে বাস চলাচল করে । কিন্তু (গতকাল)দুপুরের পর থেকে হঠাৎ সিদ্ধান্ত আসে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখতে হবে। রাজশাহী থেকে যেসব বাস নওগাঁয় ছিল সেগুলো দুপুরের পর যাত্রী নিয়ে ফিরে গেলেও আর আসেনি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।’
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন,‘ মঙ্গলবার (২ মার্চ) রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জেনেছি। তাই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।