সিলেট বিভাগীয় নিউজ ইনচার্জ : জীবনের নিরাপত্তা চেয়ে শাহপরান ( রহঃ ) থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা ও অনলাইন পত্রিকার দৈনিক পৃথিবীর কথা নিউজ পোর্টালের সাংবাদিক মো. ফয়সল কাদির ।
জিডি সূত্রে জানা যায় ফয়সল কাদির গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যামে ফেইসবুকে তার নিজের ব্যবহত আইডি থেকে পারিবারিক কিছু ছবি পোস্ট করেন, কিন্তু গত ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে তার পারিবারিক ছবি পোস্ট করায় শাবানা শবনম একটি মোবাইল নাম্বারের হোয়াটসয়াপ থেকে ভয়েস কল দিয়ে বাজে কথা বার্তা বিভিন্ন রকমের খারাপ রেকর্ড পাঠিয়ে এবং শাবানা শবনমের সহযোগী আখালিয়া এলাকার সবুজ আহমদ এবং রিকাবিবাজার এলাকার আব্দুল কাহারসহ আরো অজ্ঞাত কুচক্রিমহল বিভিন্ন দরনের পাঁয়তারা করে আসছে তারা জেকোন সময় আমাকে বড় ধরনের বিপদ্গামি করতেপারে ইতি মধ্যো শাবানা শবনম সে নিজে আত্তহত্যা করে আমাকে ফাসাবে বলে হুমকি দামকি দিয়ে আসছে। তাই আমি ঘটনার সঠিক তদন্ত করে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার আহবান করছি।