নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে নীলফামারীর ডিমলা উপজেলার সকল সাংবাদিকরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)বেলা সারে ১১ টায় উপজেলা স্মৃতি অম্লান চত্বর(শুটিবাড়ি মোড়ে) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর রেজা, রিপোর্টার্স ক্লাব’র সাধারণ সম্পাদক বাসুদেব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন প্রমুখ।
সমাবেশে বক্তারা সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানান।নয়তো সকল সাংবাদিকরা কমল বন্ধ রাখবে, সারা দেশে কোন সাংবাদিক সংবাদ সংগ্রহ করবে না।