সাতক্ষীরায় মসজিদ কমিটির দুই পক্ষের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এক ব্যক্তি শ্বাসকষ্টে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন জানান, শুক্রবার দুপুরে নজরুল ইসলাম (৬০) নামে এই ব্যক্তি মারা যান।
নজরুল জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা তিনি।
পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “জুমার নামাজের পর মসজিদ কমিটি নিয়ে বিবাদ হয়। পরে দুই পক্ষের সংঘর্ষের সময় দূর থেকে দেখে সহ্য করতে না পেরে শ্বাসকষ্ট বাড়ে নজরুলের। হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।”
এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবার মামলা করতে এবং মরদেহ ময়নাতদন্ত করাতে রাজি হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।